রোডমার্চে নির্বাচনী প্রচারণা করা যাবে না। সরকারের প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি। তাকে মুক্ত ও গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সারাদেশে বিএনপি রোডমার্চ করছে। এতে সাধারণ মানুষের সমর্থন রয়েছে, এটাকে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেই বিএনপির। রোডমার্চে নির্বাচনী প্রচারণা চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান।
Advertisement
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়কের দলীয় কার্যালয়ে ১ অক্টোবরের রোডমার্চ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্মরণকালের বৃহত্তর সমাবেশ করতে চায় বিএনপি
তিনি আরও বলেন, সংসদ ভেঙ্গে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবিতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত এই রোডমার্চ করবে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি।
Advertisement
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, জেলা উত্তর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।
মঞ্জুরুল ইসলাম/জেএস/এএসএম