জাতীয়

খুলশীতে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মো. আবদুল মান্নান নামে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুবেল হাওলাদার।

ওসি রুবেল হাওলাদার বলেন, মো. দিদার নামের এক ব্যবসায়ীর কাছ থেকে চেকের বিনিময়ে ১৮ লাখ টাকা ধার নেন গ্রেফতার আবদুল মান্নান। কিন্তু পরে নির্ধারিত সময়ে চেকটি ব্যাংক থেকে চেক ডিজ-অনার হয়। এনিয়ে ব্যবসায়ী দিদার ২০২০ সালে আবদুল মান্নানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করেন। ওই মামলায় চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত আবদুল মান্নানকে দোষী সাব্যস্থ করে গত ২৭ আগস্ট তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১৮ লাখ টাকা জরিমানা করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাকে সীতাকুণ্ডের সলিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবারই তাকে আদালতে পাঠানো হয়।

ইকবাল হোসেন/এমএএইচ/

Advertisement