জাতীয়

ইইউ একটি সংস্থা মাত্র, ভোট পর্যবেক্ষণে আরও দেশ আছে: ইসি আলমগীর

 

আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল না পাঠানোর বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ইইউ তো একটি সংস্থা মাত্র। বিশ্বে তো আরও অনেক দেশ আছে। ইউরোপে অনেক দেশ আছে, এশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় অনেক দেশ আছে, সার্কভুক্ত দেশে আছে। এসব দেশ থেকে আসতে পারে। ইইউ থেকে বলেছে- পূর্ণাঙ্গ না, ছোট পরিসরে আসতে পারে। পরে হয়তো তারা মনেও করতে পারে বড় পরিসরে আসবে। এটি তো চূড়ান্ত কোনো কথা না।

Advertisement

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। এ মুহূর্তে বাংলাদেশে নির্বাচন সহায়ক পরিবেশ নেই জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে বড় পরিসরে পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

ইসি আলমগীর বলেন, ইইউ যে আসবে না, তা তো বলেনি। তারা বলেছে বড় পরিসরে বা ছোট পরিসরে..। মিডিয়াতে আামরা যেটা দেখেছি, সেটা হচ্ছে এখনো তিন মাস, সাড়ে তিন মাসের মতো সময় আছে নির্বাচনের। অনেক লম্বা সময়। দুই নম্বর হলো যে, যুক্তরাষ্ট্র আসবে না সেটি তো বলেনি। যুক্তরাষ্ট্র এলে অবশ্যই খুশি হবো। আমরা তো কাউকে নিষেধ করিনি। আমরা বলেছি, আমাদের যে নীতিমালা, আমাদের যে আহ্বান, আমরা তো বলেছি সবাই আসেন। যেসব যোগ্যতার প্রয়োজন যেসব শর্ত আছে, সেগুলো পূরণ করে সবাই আসতে পারবে।

তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচনবিষয়ক সংগঠন ‘ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়াকে (ফেমবোসা) অক্টোবরে ভোট পর্যবেক্ষণে আসার আমন্ত্রণ জানানো হতে পারে।

Advertisement

মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফেমবোসা সদস্যদের (আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা) দেশ বিশেষ করে আমাদের আশপাশের যেসব দেশ আছে তাদের আমরা আমন্ত্রণ করি। আগামী মাসে তাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হতে পারে।

মঙ্গলবার বিদেশি পর্যবেক্ষক নীতিমালা জারি করেছে ইসি। নীতিমালা অনুযায়ী যেকোনো দেশের যেকোনো সংস্থা আবেদন করতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো হয়। আমরা চাই দেশি-বিদেশি বেশি সংখ্যক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করুক। আমরা আশা করি, বিদেশি পর্যবেক্ষেকরা আসবেন। এরই মধ্যে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর কথা জানিয়েছে।

এমওএস/এমএএইচ/

Advertisement