জাতীয়

ডিএমপির ৬ এডিসিকে বদলি

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি/পদায়ন করা হয়।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন- গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলামকে ডিএমপির লজিস্টিক বিভাগে, ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট এডিসি সৈয়দ মামুন মোস্তফাকে ডিবি মতিঝিল বিভাগে, ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার এডিসি মো. আশিক হাসানকে ট্রাফিক লালবাগ বিভাগে, ট্রাফিক লালবাগ বিভাগের এডিসি মোহাম্মদ নাজমুর রায়হানকে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, পিএসঅ্যান্ডআইআই বিভাগের এডিসি মো. সাকিবুল ইসলাম খানকে ট্রাফিক মতিঝিল বিভাগে এবং ট্রাফিক মতিঝিল বিভাগের এডিসি মোল্লা তবিবুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে পিএসঅ্যান্ডআইআই বিভাগে পদায়ন করা হয়েছে। অনতিবিলম্বে এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে।

আরএসএম/এমএএইচ/

Advertisement