খেলাধুলা

তানজিদ তামিমের কাছে যে প্রত্যাশা নান্নুর

৭০ ভাগ ফিট তামিমের চেয়ে কি তরুণ আনকোরা ও অনভিজ্ঞ তানজিদ তামিম বর্তমান প্রেক্ষাপটে শ্রেয়তর বিকল্প? চার-চারটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন তামিমের চেয়ে বিশ্বকাপের মত বড় মঞ্চে তানজিদ তামিম কি অধিক কার্যকর হতে পারেন?

Advertisement

টপ অর্ডারে লিটন দাস রানে নেই। তার ব্যাট থেকে লম্বা ইনিংস বেরিয়ে আসছে না। তরুণ ও নবীন তানজিদ তামিম এশিয়া কাপ এবং নিউজিল্যান্ড সিরিজে তেমন কিছুই করতে পারেননি। ৪ ম্যাচে তানজিদ তামিমের সংগ্রহ মাত্র ৩৪। সর্বোচ্চ ১৬। তাদের ব্যাকআপ ‘মেকশিফট’ ওপেনার মিরাজ। তারা কি তামিমের চেয়ে বেটার?

প্রেস কনফারেন্সে প্রশ্ন উঠলো। প্রধান নির্বাচক মিনহাজুল আবেনি নান্নু সে প্রশ্নের মূল ভাব না ঠাউরেই জবাব দিলেন, ‘আমরা অনেকগুলো ওপেনার দেখেছি। অনেকগুলো ওপেনার আমরা ট্রাই করেছি। তানজীদ তামিম আমাদের হাই পারফর্মেন্স দলে অনেকদিন ধরেই ছিল। ইমার্জিং কাপে যথেষ্ট ভালো খেলেছিল। সেই সুবাদে সে সুযোগ পেয়েছে।’

সুযোগটা যেন তানজিদ তামিম কাজে লাগাতে পারেন, সে ব্যাপারে আশাবাদী নান্নু। তিনি বলেন, ‘আমরা আশাবাদী ওকে যদি সামনে আমরা আরও কিছুদিন ট্রাই করি ইনশাল্লাহ ও স্ট্যাবলিশ হতে পারবে। আমরা আশা করছি বিশ্বকাপে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারবে।’

Advertisement

এআরবি/আইএইচএস