নানা অভিযোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের লতিফ অ্যাম্পোরিয়াল মার্কেটের আল-মদিনা মার্ক ন্যাশনাল মানি এক্সচেঞ্জে অভিযান চালানো হয়। রোববার (২৪ সেপ্টেম্বর) সিআইডির একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মুদ্রা উদ্ধারসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
এসময় তাদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রাসহ ৪০টি দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৮৮ লাখ ২ হাজার ২২৮ টাকা।
গ্রেফতাররা হলেন- মো. নাইমুল ইসলাম (২৭), মো. রেজাউল করিম সোহেল, মো. আব্দুল আওয়াল, মো. সাইফুল হাসান ভূইয়া, রফিকুল ইসলাম।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানান সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান।
Advertisement
তিনি বলেন, যথাযথ নিয়ম ব্যতিরেকে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় ও বৈদেশিক মুদ্রা ক্রয়ের জন্য বাংলাদেশি টাকা হেফাজতে রাখার দায়ে ধৃত অপরাধীসহ অজ্ঞাতাপরিচয়ের ৪/৫ জনের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে সিআইডির অভিযান অব্যাহত আছে।
আরএসএম/এমআইএইচএস/এএসএম