১ বছর পূর্ণ করল পান্থ আফজালের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় জনপ্রিয় সেলেব্রেটি শো ‘কাম টু দ্য পয়েন্ট উয়িথ পান্থ আফজাল’। গত ১ বছর ধরে শোবিজ জগতের প্রায় অর্ধশতাধিক তারকাদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি।
Advertisement
আরও পড়ুন: ‘পীযূষ বন্দ্যোপাধ্যায় নিজেই একটি সংগঠন’
ডাংগুলি এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এ তারকা আড্ডা শোতে অতিথি হিসেবে এসেছেন- তৌকির আহমেদ, আজমেরী বাঁধন, প্রিন্স মাহমুদ, রায়হান রাফি, তমা মির্জা, দীঘি, সিয়াম আহমেদ, সজল, বাপ্পী চৌধুরী, পূজা চেরী, সুনেরাহ বিনতে কামাল, চয়নিকা চৌধুরী, আরশ খান, সোহেল মন্ডল, সিদ্দিক, জাকিয়া বারী মম, ইমন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, আদর আজাদ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, ফারজানা ছবি, দিলরুবা রুহি, হৃদি হক, জুয়েল জহুর, কেয়াসহ প্রায় অর্ধশত তারকামুখ।
এ প্রসঙ্গে পান্থ আফজাল বলেন, ‘আজ থেকে এক বছর আগে এ শোটি শুরু করেছিলাম। ডাংগুলি এন্টারটেইনমেন্টের পরিচালক সোহাগ মাসুদ আমাকে একটি নতুন ধারার অনুষ্ঠান করতে একদিন তার অফিসে ডাকেন। সঙ্গে ছিলেন ডাংগুলির হাসান রেজা শ্যামল। এরপর এ অনুষ্ঠানটি ডি টকস ‘কাম টু দ্য পয়েন্ট উয়িথ পান্থ আফজাল’ নামে ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু করি।’
Advertisement
আরও পড়ুন: সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন খায়রুল বাসার
অনুষ্ঠানটির বিশেষত্ব হলো, তারকারা এ আড্ডায় বসে তাদের মিডিয়ায় পদার্পণের গল্প, সাম্প্রতিক কাজ ও ইস্যু, জীবনবোধ, সামনের কাজের পরিকল্পনা, ভাবনাগুলো খোলামনে প্রকাশ করতে পারেন। তাই শোগুলো হয়ে উঠেছে ভিন্ন কিছু।
এদিকে একই প্ল্যাটফর্মে পান্থ আফজাল নতুন মুক্তিপ্রাপ্ত মুভি নিয়ে ‘প্রেক্ষাগৃহ’ও উপস্থাপনা করে থাকেন। এর আগে ডিজিটাল মিডিয়া ও টিভিতে বিভিন্ন শোর উপস্থাপনাতেও দেখা গেছে তাকে। তার উপস্থাপনায় ‘আড্ডা উইথ পান্থ আফজাল’ লাইভ শোতে অতিথি হয়ে এসেছেন বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকারা।
বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সাংবাদিক পান্থ আফজালের উপস্থাপনার ক্যারিয়ার প্রায় ৬ বছর। তিনি শুধু সাংবাদিকতায় সীমাবদ্ধ নন। তিনি একাধারে একজন কবি, লেখক, ক্রিয়েটিভ কপিরাইটার, উদ্যোক্তা, সংগীতশিল্পী এবং নিবেদিত সাংস্কৃতিক কর্মী। ২০১৯ সালের বইমেলায় ৫১ জন সাংস্কৃতিক কর্মীর সঙ্গে একান্ত আড্ডা নিয়ে প্রকাশিত হয় পান্থ আফজালের লেখা ‘তারার মুখে তারার গল্প’।
Advertisement
এমআই/এমএমএফ/জেআইএম