তথ্যপ্রযুক্তি

কেউ লুকিয়ে আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখছে?

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইনস্টাগ্রাম। নিজের ছবি, ভিডিও পোস্ট করছেন নিয়মিত। প্রিয়জনের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত ভিডিও করে রিলসে শেয়ার করছেন। আবার অনেকেই অন্যদের থেকে আড়ালে থাকতে পছন্দ করেন।

Advertisement

আপনি যদি সেই তালিকার কেউ হন তাহলে ইনস্টাগ্রামে আছে নানান ফিচার। তবে এরপর যদি অপরিচিত কেউ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লুকিয়ে দেখে তাহলে তাকেও খুঁজে পাবেন।

যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কারা আপনার প্রোফাইল দেখেছে এমন লোকের সংখ্যা অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু তাদের নাম গোপন থাকে। নিজেদের প্রোফাইল কে দেখেছেন, সেই সম্পর্কে ব্যবহারকারীরা যদি কৌতূহলী হন, তাহলে নিজেদের স্টোরি বা হাইলাইটগুলো কে দেখেছেন, তা পরীক্ষা করতে পারেন।

আরও পড়ুন: এখন ইনস্টাগ্রাম রিলসে আয় হবে আরও বেশি 

Advertisement

>> যেহেতু ইনস্টাগ্রাম প্রোফাইল দর্শকদের পরিচয় প্রকাশ করার জন্য কোনো ইন-বিল্ড ফিচার প্রদান করে না, তাই বিকল্প পদ্ধতি রয়েছে, যা ব্যবহারকারীদের ব্যবহার করতে পারেন, যেমন পোস্টের স্টোরিগুলো এবং হাইলাইটগুলো ব্যবহার করে যারা সেই পেজ দেখেছেন, তাদের ট্র্যাক করা যেতে পারে।

>> এছাড়া তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করতে পারেন। অসংখ্য অ্যাপ এই সব ব্যবহারকারীর পরিচয় শনাক্ত করে যারা অন্যদের অ্যাকাউন্টে লুকিয়ে নজর রাখে। তবে এই অ্যাপগুলো পুরোপুরিভাবে কারও পরিচয় প্রকাশ করতে পারে না। অ্যাপগুলোর ব্যর্থতার পেছনে মৌলিক কারণ হলো ইনস্টাগ্রামের ডেটা নীতি, যা অননুমোদিত তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যবহারকারীদের তথ্য ভাগ করে নেওয়াকে আটকায়। ইনস্টাগ্রামের অফিসিয়াল নীতি অনুসারে, শুধু নির্দিষ্ট মৌলিক বিবরণ যেমন ইউজারের নাম, বায়ো, প্রোফাইল ছবি এবং ই-মেল তৃতীয় পক্ষের অ্যাপের সঙ্গে শেয়ার করার অনুমতি দেওয়া হয়।

সূত্র: টেকক্রাঞ্চ

কেএসকে/জিকেএস

Advertisement