নোয়াখালীতে অভিযান চালিয়ে ডিটারজেন্ট পাউডার ও কলম তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. ফয়েজ উল্যাহ মাওলানা (২৮) পালিয়ে গেছেন।
Advertisement
সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরআলাউদ্দিন গ্রামের হাজী ইব্রাহিম মার্কেটে নুরনবীর টিনশেড ঘরে এ অভিযান চালানো হয়।
মো. ফয়েজ উল্যাহ মাওলানা সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরআলাউদ্দিন গ্রামের মো. নুরউদ্দিন প্রকাশ জামাল ব্যাপারীর ছেলে।
আরও পড়ুন: বেশি দামে ডেঙ্গু পরীক্ষার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
Advertisement
অভিযানে দুই মোটর সংযুক্ত ভেজাল ডিটারজেন্ট পাউডার তৈরির মেশিন, দুটি নকল প্যাকেট তৈরির মেশিন, একটি নকল কলম তৈরির মেশিন, ৩০০ প্যাকেট ভেজাল ডিটারজেন্ট পাউডার, ২০০ প্যাকেট নকল রিম ডিটারজেন্ট পাউডার, তিন কন্টেইনার তরল রাসায়নিক, ১০০ বস্তায় দুই হাজার কেজি রাসায়নিক পাউডার জব্দ করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম অভিযান ও মালামাল জব্দের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, বিভিন্ন নামি-দামি কোম্পানির মোড়কে নকল পণ্য তৈরির খবরে অভিযান চালানো হয়। সেখান থেকে মেশিন ও বিপুল পরিমাণ রাসায়নিকসহ নকল পণ্য জব্দ করা হলেও মালিক পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত।
ইকবাল হোসেন মজনু/জেএস/জিকেএস
Advertisement