চাঁদপুরে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি রাখা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখায় হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Advertisement
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
আরও পড়ুন: বেশি দামে আলু-পেঁয়াজ-ডিম বিক্রি, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
তিনি জানান, জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি রাখা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা ক্যাব এবং জেলা পুলিশের একটি দল।
Advertisement
জেএস/জিকেএস