চট্টগ্রামে একাদশ শ্রেণির অনলাইনে ভর্তির জন্য শেষ দফা (তৃতীয়) শেষেও মনোনয়ন পায়নি সাত হাজার ৪০২ শিক্ষার্থী। এ পর্যন্ত তিনবার অনলাইনে আবেদনের সুযোগ পেয়েও এসব শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। তবে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এখনো ৬২ হাজার আসন খালি রয়েছে।
Advertisement
এখনো পর্যন্ত সরকারি সিদ্ধান্ত মোতাবেক তাদের আর আবেদনের সুযোগ নেই। তবে সারাদেশে এখনো পর্যন্ত যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়নি তাদের ব্যাপারে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখা সূত্র জানায়, তৃতীয় দফা পর্যন্ত মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ২০ হাজার ৪৭৭ জন। দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষে এক লাখ সাত হাজার ৩৪১ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন করেছে। তৃতীয় দফায় কলেজ মনোনয়ন পেয়েছে পাঁচ হাজার ৭৩৪ শিক্ষার্থী। এ পর্যন্ত ভর্তির জন্য সর্বমোট কলেজ মনোনীত হয়েছে এক লাখ ১৩ হাজার ৭৫ জন।
অন্যদিকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৫৪ হাজার ৮১৯ শিক্ষার্থী। তাদের মধ্যে এক লাখ ২০ হাজার ৮৬ জন উত্তীর্ণ হয়েছে।
Advertisement
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক জাগো নিউজকে বলেন, চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এক লাখ ৭৫ হাজার আসন রয়েছে। এর মধ্যে আবেদন পড়েছে মাত্র এক লাখ ২৪ হাজার। কিন্তু বুয়েটের দেয়া তথ্যমতে, অনলাইনে ভর্তি আবেদনের তৃতীয় দফা শেষে চট্টগ্রামে এক লাখ সাড়ে ১৩ হাজার শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত হয়েছে। এখনো আমাদের পর্যাপ্ত আসন খালি আছে। তবে যারা এখনো ভর্তির জন্য মনোনীত হয়নি তাদের বিষয়ে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে বলে আমাদের জানানো হয়েছে।
ইকবাল হোসেন/বিএ/এএসএম