রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন রিজভী

দীর্ঘদিন পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে এভার কেয়ার হাসপাতালে তাকে দেখতে যান তিনি।

Advertisement

বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। গত বছরের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ ঘিরে কারাবরণ করেন রিজভী। কারামুক্তি লাভ করে বিভিন্ন সময় দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি। এরপর আজ সাক্ষাৎ পেলেন।

আরও পড়ুন: আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই

হাসপাতাল থেকে বের হয়ে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অবনতিশীল। বাংলাদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও এখানে তার চিকিৎসা সম্ভব নয়।

Advertisement

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর কী করবে বিএনপি?

তিনি বলেন, তার অবস্থা এতটাই সংকটাপন্ন যে জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। তিনি একজন নারী, সাবেক প্রধানমন্ত্রী। কোনো টালবাহানা না করে তাকে বাঁচাতে এই মুহূর্তে ব্যবস্থা নিন। তা না হলে এর দায় সরকারকেই নিতে হবে। এ সময় রিজভী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

কেএইচ/এমআরএম/এএসএম

Advertisement