চট্টগ্রামে বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো. বোরহান উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
Advertisement
গ্রেফতার বোরহান চট্টগ্রামের আনোয়ারা থানাধীন খুদ্দক গহিরা গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম।
র্যাব-৭ জানায়, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৭ সালে বিচ্ছেদ ঘটে ভুক্তভোগীর। এরপর ২০১৯ সালে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেন। চাকরির সুবাদে ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. বোরহান উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। ২০২২ সালের মে মাসে ভিকটিম অসুস্থ হলে বোরহান তার শারীরিক খোঁজ-খবর নিতে ভাড়া বাসায় যান। ওই সময় ভিকটিমকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রলোভনে ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের চাপ দিলে বোরহান টালবাহানা শুরু করেন।
Advertisement
সর্বশেষ গত ৩১ আগস্ট ভিকটিমকে ধর্ষণ করেন বোরহান। এসময় ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে বোরহান বিয়ের কথা অস্বীকার করেন। এ ঘটনায় ভিকটিম গত ৪ সেপ্টেম্বর রাজশাহীর শাহমাখদুম থানায় মামলা দায়ের করেন। এরপর আত্মগোপনে চলে যান বোরহান। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে শাহমাখদুম থানার একটি টিমের হাতে তাকে সোপর্দ করা হয়।
ইকবাল হোসেন/এমএএইচ/এমএস