তথ্যপ্রযুক্তি

স্কুটারের মাইলেজ ১০০ কিলোমিটার করবেন যেভাবে

যানজটে দীর্ঘসময় আটকে থেকে অফিস কিংবা গন্তব্যে পৌঁছানো এখন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই দুই চাকার বাহন বাইক বা স্কুটারেই স্বস্তি খুঁজে নিচ্ছেন। এতে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন খুব সহজেই। আবার যখন খুশি বেরিয়ে পড়তে পারবেন যে কোনো সময়।

Advertisement

তবে স্কুটারটির সঠিক যত্নআত্তি না করলে নানান ঝামেলায় পড়তে পারেন। হঠাৎ দেখবেন শখের স্কুটারটির মাইলেজ কমে যাচ্ছে ধীরে ধীরে। এদিকে পেট্রোলের দাম আকাশ ছোঁয়া। চিন্তায় কপালের ভাঁজও দীর্ঘ হচ্ছে আপনার। ছোট্ট একটি কাজেই স্কুটারের মাইলেজ পাবেন ১০০ কিলোমিটারেরও বেশি।

আরও পড়ুন: বাইকের চাকায় কাঁটার মতো থাকে কেন?

পেট্রোলচালিত স্কুটারগুলোতে সর্বোচ্চ ৬০ থেকে ৭০ কিলোমিটার মাইলেজই পাওয়া যায়। বর্তমানে মাইলেজের চাহিদা মেটাতে বাজারে এসেছে একাধিক সিএনজি স্কুটার। অনেকেই জানেন না স্কুটারেও সিএনজি ব্যবহার করা যায়। তবে ভালো মাইলেজ পেতে পেট্রোলচালিত স্কুটার বিক্রি করে নতু স্কুটার কিনতে হবে না। পেট্রোলচালিত স্কুটারকেই সিএনজিচালিত বানাতে পারবেন।

Advertisement

এজন্য দরকার হবে একটি সিএনজি কিট, যা দু চাকায় লাগালে মাইলেজ বাড়বে। এমনই দাবি করেছে একটি কিট নির্মাতা সংস্থা লোভাটো। ১ কিলোমিটার চালাতে খরচ হবে মাত্র ৭০ পয়সা। মাইলেজ দেবে ১০০ কিলোমিটার। স্কুটারে এই সিএনজি কিট ইনস্টল করতে সময় লাগবে ৪ ঘণ্টা। তবে এই কিট লাগানোর পর চালক পেট্রোলেও চালাতে পারবে স্কুটার। এজন্য কোম্পানি একটি সুইচ দেবে দু চাকায়। পাশাপাশি ইনস্টল করা হবে দুটি সিলিন্ডার।

তবে কিট লাগানোর কিছু অসুবিধাও রয়েছে। যেমন সিলিন্ডারে ১.২ কেজি সিএনজি ফিট করা যাবে। অর্থাৎ ১২০-১৩০ কিলোমিটার চালানোর পর আপনাকে আবার সিএনজি ভরতে হবে। পাশাপাশি স্কুটারে ওজন খানিকটা বেড়ে যাবে। তাই ঢালু রাস্তায় মসৃণ চালানো গেলেও চড়াই রাস্তায় চালাতে বেগ পেতে পারেন।

সূত্র: হিন্দুস্থান অটো

কেএসকে/এমএস

Advertisement