বিনোদন

সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন খায়রুল বাসার

ছোটপর্দায় জুটি বেঁধে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। বেশ কিছুদিন ধরে নাটক পাড়ায় গুঞ্জন উঠেছে প্রেম করছেন তারা। এবার প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এ অভিনেতা।

Advertisement

আরও পড়ুন: সিনেমায় ববির নায়ক হচ্ছেন খায়রুল বাসার

রাজধানীর মাদানি অ্যাভিনিউর শেফস টেবিল কোর্টসাইড মাঠে সেলিব্রিটি ক্রিকেট লিগ অনুশীলনের ফাঁকে প্রেমের প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, এটা আমিও শুনেছি। বাইরে থেকে অনেকেই অনেক কথা বলেন। আসলে এরকম কোনো সর্ম্পক নাই। দর্শকরা আমাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলেন, ভালো লাগে। কিন্তু এটা প্রেম বা রিলেশন এমন কিছু নয়।

আরও পড়ুন: নব্বই দশকের গল্পে খায়রুল ও সাদিয়া

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে পড়াশোনা করেছেন খায়রুল বাসার। সংগীতে পড়ালেখা শেষ করলেও গানের মানুষ না হয়ে খায়রুল হয়েছেন অভিনয়ের মানুষ। অভিনয়ের শুরুটা ২০১১ সালে মূকাভিনয় দিয়ে।

এমআই/এমএমএফ/এএসএম