ক্যাম্পাস

সহকারী জজ হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী

১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের সাত শিক্ষার্থী। সারাদেশের মোট ১০৪ জন এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

Advertisement

রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন: সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন নুসরাত

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণরা হলেন আইন বিভাগের ২০১৩-১৩ শিক্ষাবর্ষের ফাতেমা জান্নাত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রুবাইয়া ইয়াসমিন ও মারিয়া সুলতানা, ২০১২-১৩ শিক্ষাবর্ষের সেলিনা শেলী, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসেন, ২০১০-১১ শিক্ষাবর্ষের ইভা ফারজানা এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান নুর।

Advertisement

এদের মধ্যে মেধাতালিকায় ৪০তম স্থানে রয়েছেন ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আসাদুজ্জামান নুর। তার সাফল্যের পেছনে পরিবার, বন্ধুবান্ধব ও বিভাগের শিক্ষকদের অবদানই সবচেয়ে বেশি বলে মনে করেন তিনি।

রুমি নোমান/এসআর/এএসএম