রাজনীতি

তাপসের বক্তব্য মহল্লার সন্ত্রাসীদের মতো: রিজভী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নুর তাপসের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তাপসের বক্তব্য পাড়া মহল্লার সন্ত্রাসীদের মতাে। তাদের কথায় মনে হয় আমরা প্রজা আর তারা জমিদার।

Advertisement

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, গণতন্ত্রের অভাবে দেশে চলছে এক মানবতাহীন অন্ধকার যুগ। দেশকে ফ্যাসিজমের অন্ধকারে নিমজ্জিত করে এক ব্যক্তি। এক দলের দুঃশাসনে গণতন্ত্রকামী মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিকে নামিয়ে আনা হয়েছে। গণতান্তিক বিশ্ব থেকে শেখ হাসিনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পৃথিবীর সব স্বৈরশাসকের সঙ্গে শেখ হাসিনার পারস্পরিক প্রীতির সম্পর্ক।

আরও পড়ুন>ডাক এলেই রাস্তায় নামতে হবে: নেতাকর্মীদের দুদু 

Advertisement

বিএনপির এই মুখপাত্র বলেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন, ভিন্ন মত, বিরোধী কন্ঠস্বর এখন শেখ হাসিনার শত্রুপক্ষ বলেই অগণতান্ত্রিক স্বৈরশাসকদের সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনার মাখামাখি। তাই আওয়ামী লীগের মতো একটি দল তাদের অধীনে এমন কোনো নির্বাচন হতে দেবে না, যেখানে তাদের পরাজয় হয়। সুতরাং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগই একমাত্র পূর্বশর্ত।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে বলেছেন, ‘ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে করবে, তাতে কিছু আসে যায় না’। তাহলে প্রধানমন্ত্রী ছেলের সম্পদের কথা স্বীকার করলেন। তাহলে বাজেয়াপ্ত সম্পদ ও অর্থের পরিমাণ উল্লেখ করলে জনগণ বুঝতে পারতো আসল ঘটনাটা কী। আমেরিকার নিজেদের সুশাসন ও স্বাধীন বিচার বিভাগ নিয়ে তাদের বিপক্ষরাও কখনো প্রশ্ন তোলেনি। স্বাধীনতার পর থেকেই তারা গণতন্ত্র চর্চার মাধ্যমে রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ সাধন করেছে। সেই দেশের সরকার ইচ্ছা করলেও কারও ন্যায়সঙ্গত সম্পদ, বাড়ি ঘর বা অর্থকড়ি বাজেয়াপ্ত করতে পারে না। শেখ হাসিনার এই বক্তব্যের মধ্য দিয়ে এ দেশের লক্ষ কোটি টাকা পাচারের আরও অনেক লুকায়িত ঘটনার আভাস পাওয়া যায়। যাদের আমলে সরকারি ট্রেজারি থেকে শুরু করে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান লুটের স্বর্গরাজ্যে পরিণত হয়, সেই দেশের লুটেরা গোষ্ঠী ক্ষমতাকে গায়ের জোরেিআঁকড়ে ধরে রাখবে এটাই স্বাভাবিক।

আরও পড়ুন> মঞ্চ ভাঙচুর/ বিএনপির আমিন বাজারের সমাবেশ স্থগিত

তিনি বলেন,' জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত সময় মাত্র এক ঘণ্টা। এই এক ঘণ্টার বক্তব্য দেওয়ার জন্য একটা হতদরিদ্র দেশের মানুষগুলোর খাবারের পয়সায় ১৬৭ জনের বিশাল বহর নিয়ে ১৮ দিনের লম্বা সফরে গেছেন প্রধানমন্ত্রী। এতেই প্রমাণিত হয় শেখ হাসিনার উন্নয়নের বুলি দিয়ে মানুষকে ফতুর করার উন্নয়ন। সেটি বুঝতে বা অনুধাবন করতে বেশী জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রে তার এই এক ঘণ্টার কর্মসূচির বাইরে আর কোনো কর্মসূচি আছে বলে কোন সূত্র থেকেই পাওয়া যায়নি। গরিব মানুষের টাকা নয়ছয় করতে প্রধানমন্ত্রীর একটুও বিবেকে বাধে না।

Advertisement

তিনি বলেন, শেখ হাসিনা মরণকামড় দেওয়ার জন্য নানাবিধ নিপীড়নের যন্ত্র গণতন্ত্রে বিশ্বাসী মানুষের ওপর নামিয়ে এনেছেন। দেশব্যাপী চলছে মিথ্যা মামলা, গ্রেফতারের হিড়িক, হামলা ও ভাঙচুরের মতো নিষ্ঠুর ঘটনা। তিনি মানুষের সব অধিকার কেড়ে নিয়ে দেশকে সংকটাপন্ন করেছেন। সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিতার বিষয়গুলো উপেক্ষা করে ম্যান্ডেটবিহীন সরকারের আচরণ করছেন বলেই আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, আদালত, বিচারক সবাইকে প্রধানমন্ত্রীর তল্পিবাহকে পরিণত করা হয়েছে। বিচারের নামে ক্যামেরা ট্রায়াল ও রাজনৈতিক নেতাকর্মীদের আদালতে সাজানো সাক্ষীর মুখে শেখানো বুলি শিখিয়ে এবং দীর্ঘক্ষণ আটকিয়ে রেখে কক্ষে কক্ষে কন্সেন্ট্রেশন ক্যাম্পের আদলে নির্দয় ব্যবহার করা হচ্ছে। জার্মানীর নাৎসী নেতা হিটলারের সহযোগী গোয়েরিং ঘোষণা করেছিলেন ‘হিটলারই হলো আইন’। এখন শেখ হাসিনার তল্পিবাহকরা মনে করছেন শেখ হাসিনাই হলো আইন।

রিজভী বলেন, নির্বাচনের প্রাক্কালে আদালত প্রাঙ্গণে ফ্যাসিবাদের নমুনা ফুটে উঠতে শুরু করেছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করে প্রায় ৫ মাস ধরে হয়রানি করা হচ্ছে অত্যন্ত নিষ্ঠুরভাবে। গতকাল রাজশাহীতে বাকশালী আদালত একটি সাজানো মিথ্যা মামলায় তিন বছরের সাজা দিয়েছে। অথচ উক্ত মামলায় এফআইআর এ তার কোনো নাম ছিল না, তাছাড়া বাদী মামলাটি প্রত্যাহার করে নিয়েছিলেন। দেশ থেকে বিরোধী দলের তালিকা মুছে দেওয়ার জন্যই এখন সারাদেশব্যাপী আজ্ঞাবাহী আদালত দিয়ে মিথ্যা মামলায় সাজা দেওয়া শুরু হয়েছে। আমি এই সাজার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণাভরে প্রত্যাখান করছি।

তিনি আরও বলেন, শুধু পুলিশ ও আইন আদালত দিয়েই নয়, প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে বিরোধী দলের ব্যবসা প্রতিষ্ঠান এমনকি সেবামূলক প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এর সেবামূলক স্বনামধন্য প্রতিষ্ঠান ‘প্রেসক্রিপশন পয়েন্ট ও ডায়াগনস্টিক সেন্টার লি. স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাত মালিকের নির্দেশে সম্পূর্ণ বেআইনীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে সুনামের সঙ্গে বনানীতে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এই দীর্ঘ সময়ে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারেনি। স্বল্প খরচে আধুুনিক চিকিৎসা দিয়ে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছিল। কিন্তু হঠাৎ করে শুধু দখলের উদ্দেশ্যেই কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকেই প্রতিষ্ঠানটি তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন,আব্দুস সালাম আজাদ, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আমিরুল ইসলাম আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এসএনআর/জিকেএস