একদিকে দেশে ডলারের সংকট। অন্যদিকে, চরম অস্থিরতায় চলছে ডলার বাজার। নির্ধারিত দাম মানছেন না অনেক ব্যাংক। খোলা বাজারের ডলারের দাম আরও ভয়াবহ। ব্যাংক ও খোলা বাজার বা কার্ব মার্কেটে রয়েছে বিস্তর ফারাক। এসব পরিস্থিতিতে ডলারের বাজার নিয়ে গভর্নরের সঙ্গে দেখা করেন বেসরকারি খাতের পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা।
Advertisement
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকগুলোর এমডিদের জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে আপাতত ডলার বাজারে নীতিগত পরিবর্তন আনা হবে না। রোববার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর এমডিরা দেখা করতে গেলে গভর্নর একথা জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রটি জানায়, পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডলার বাজারের পরিস্থিতি তুলে ধরেন গভর্নরের কাছে। এসময় ডলার বাজারসহ কিছু বিষয়ে পরামর্শ চান তারা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি। নির্বাচনের আগে ব্যাংক খাতে বড় ধরনের কোনো সংস্কার বা নীতির পরিবর্তন হবে না। আবার ডলার বাজার নিয়েও সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। পরিস্থিতি সামাল দিয়ে চলতে হবে। তবে ডলারের দামে পরিবর্তন আনা হচ্ছে, সেটা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গভর্নর।
আরও পড়ুন> ডলারের ভবিষ্যত দাম নির্ধারণে নতুন নিয়ম
Advertisement
চলতি মাস থেকে পণ্য বা সেবা খাতের রপ্তানি ও প্রবাসী আয়ে ডলারের দাম ১০৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আমদানিকারকদের কাছে ১১০ টাকায় ডলার বিক্রি করছে। এর আগে রপ্তানি ও রেমিট্যান্সে ডলারের দর ছিল যথাক্রমে ১০৯ টাকা এবং ১০৮ টাকা ৫০ পয়সা। খোলা বাজারে ডলার ১১৭ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের ঘোষণার চেয়ে বেশি দামে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করায় বেসরকারি খাতের ১০টি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে এসব ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা করার প্রক্রিয়া শুরু করেছে। বেশি দামে ডলার বিক্রির জন্য এসব ব্যাংকের ট্রেজারি প্রধানরা দায় এড়াতে পারেন না বলে ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইএআর/এসএনআর/জেআইএম
Advertisement