রাজধানীর মিরপুরের কিশোর গ্যাং প্রধান মো. আরিফ মিয়াকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান। এসময় তার আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- হৃদয় (২০), মো. আলম (১৯) এবং মো. রমজান (১৯)।
Advertisement
গতকাল রোববার দিনগত রাতে মিরপুর মডেল থানার জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান। তার দলের নাম ‘তোমাদের আরিফ ভাইয়া’। দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি ও আতঙ্ক সৃষ্টি করাই ছিল তাদের কাজ। তার গ্রুপে ১০/১২ জন সদস্য রয়েছে। তারা ম্যাসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতো। গ্রুপের কোনো সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা চালাতো।
Advertisement
ওসি মহসীন আরও বলেন, গ্রেফতার কিশোর গ্যাং প্রধান আরিফ নিজেই এই গ্যাং পরিচালনা করেন। গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজে গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেন। গতকাল রোববার রাতে তারা ছুরি, চাকু সঙ্গে দলবল নিয়ে একজনকে মারতে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।
টিটি/এমকেআর/জেআইএম
Advertisement