খেলাধুলা

বৃষ্টিও বাঁচাতে পারলো না অস্ট্রেলিয়াকে, হারলো বড় ব্যবধানে

ভারতের ব্যাটিং তাণ্ডবে নাস্তানাবুদ হয়েছেন অস্ট্রেলিয়ান বোলাররা। ভারতীয়দের রানের চাপে খেই হারিয়ে ফেলেছেন ব্যাটাররাও। ৪০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভার ব্যাট করার পর অসিদের জন্য আশীর্বাদ হয়ে মাঠে নামে বৃষ্টি; কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Advertisement

বৃষ্টির কারণে ডিএল (ডাকওয়ার্থ-লুইস) মেথডে অস্ট্রেলিয়াকে ৩৩ ওভারে ৩১৭ রানের লক্ষ্য ঠিক করে দেন ম্যাচ রেফারি। কিন্তু ২৮.২ ওভারেই তারা অলআউট হয়ে যায় ২১৭ রানে। ফলে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারতে হলো স্টিভেন স্মিথের দলকে।

ইন্দোরের হলকার স্টেডিয়ামে ৪০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারের ২য় বলে প্রাসিদি কৃষ্ণার বলে অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার ম্যাথ্যু শর্ট (৮ বলে ৯ রান)। পরের বলেই গোল্ডেন ডাক (১ বলে ০) মেরে শর্টের পেছনে হাঁটেন অধিনায়ক স্টিভেন স্মিথও। তখন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে রান মাত্র ৯।

এরপর দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশেন। বৃষ্টি হানা দেওয়ার আগ পর্যন্ত এই দুই ব্যাটারের উপর ভর করে অসিদের সংগ্রহ দাঁড়ায় ৫৬ রান। বৃষ্টির পরও তারা মাঠে কন্ডিশনের সাথে তাল মিলিয়ে খেলছিলেন। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে খেই হারান লাবুশেন। ৩১ বলে ২৭ রান করে এই বোলিং অলরাউন্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

Advertisement

ইনিংসের ১৫তম ওভারে সেট ব্যাটার ডেভিড ওয়ার্নার (৩৯ বলে ৫৩ রান) ও জশ ইংলিসকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে অসিদের একরকম ম্যাচ থেকে ছিটকে ফেলেন অশ্বিন। তখন ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র ১০১ রান। এরপর লজ্জার হার থেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন টেলএন্ডার ব্যাটার সিন অ্যাবট ও জশ হ্যাজলউড। ৭৭ রানের জুটি গড়েন তারা। ৩৬ বলে ৫৬ রান করে আউট হয়ে যান অ্যাবট। হ্যাজলউড ফেরেন ২৩ রান করে। শেষ পর্যন্ত ১০ উইকেটে ২১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

ভারতের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। ২ উইকেট শিকার করেন প্রাসিদ কৃষ্ণা। ১টি উইকেট শিকার করেন মোহাম্মদ শামি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। সেই ধাক্কা কাটিয়ে উঠতে বেশি লাগেনি স্বাগতিকদের। অস্ট্রেলিয়ার বোলারদের রীতিমত নাস্তানাবুদ করে শুভমান গিল ও শ্রেয়াস আয়ার। দুর্দান্ত ইনিংস খেলে দু'জনের পৃথক সেঞ্চুরির উপর ভরে অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় দাঁড় করায় ভারত। নির্ধারিত ৫০ ওভার খেলে ৩৯৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

দলীয় ১৬ রানে হ্যাজলউডের বলে অ্যালেক্স ক্যারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান রুতুরাজ (১২ বলে ৮ রান)। এরপর ২০০ রানের জুটি গড়েন শুভমান ও আয়ার। ৯০ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলে ৩১তম ওভারে সিন অ্যাবটের বলে আউট হন শ্রেয়াস আয়ার। ততক্ষণে ভারতের সংগ্রহ ২১৬ রান।

Advertisement

ইনিংসের ৩৫তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে অ্যালেক্স ক্যারের হাতে মুষ্ঠিবদ্ধ হয়ে সাজঘরে ফেরেন শুভমান গিল। তবে তার আগেই করে নিয়েছেন শতরান প্রাপ্তির উৎসব। ৯৭ বল থেকে ১০৪ রান করেন এই ওপেনার।

ইনিংসের শেষ ২০ ওভারে ফের তাণ্ডব চালান লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। ৩৮ বল থেকে ৫২ রান করে ফেরেন অধিনায়ক রাহুল। আর ৩৭ বল থেকে ৭২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন সূর্যকুমার। তাতেই ভারতের সংগ্রহ দাড়ায় ৩৯৯ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন পান ২ উইকেট। মারকুটে ব্যাটার সামনে পড়ে ততক্ষণে তিনি খরচ করেছেন ১০৩ রান। একটি করে উইকেট শিকার করেছেন সিন অ্যাবট, জশ হ্যাজলউড ও এডাম জাম্পা।

আইএইচএস/জেডএইচ/