বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২৮ জন কর্মকর্তাকে উপপরিচালকের র্যাংক ব্যাজ পরিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।
Advertisement
রোববার (২৪ সেপ্টেম্বর) র্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠান বাহিনীর সদরদপ্তরের অপস কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় বাহিনীর অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপমহাপরিচালক প্রশাসন কর্নেল মো. নাজিম উদ্দিন, উপমহাপরিচালক অপারেশন্স একেএম জিয়াউল আলম, বিভিন্ন রেঞ্জ থেকে আগত রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, পরিচালকসহ সদরদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ৩৬তম বিসিএসের মাধ্যমে সহকারী পরিচালক পদে ২০১৮ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৫ বছর সন্তোষজনকভাবে কর্মজীবন অতিক্রম করায় গত ২১ সেপ্টেম্বর ২৮ জন কর্মকর্তাকে উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।
রোববার অত্যন্ত আড়ম্বরভাবে বিভিন্ন ইউনিট থেকে কর্মকর্তাকে সদরদপ্তরে এনে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাহিনীর মহাপরিচালক তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়।
Advertisement
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেজর জেনারেল একেএম আমিনুল হক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন। তিনি সবাইকে ‘চেইন অব কমান্ড’ মেনে শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে উপপরিচালক মো. আনোয়ার হোসাইন সরকার অনুভূতি প্রকাশ করেন। তিনি বাহিনীর সব ঊর্ধ্বতন কর্মকর্তা ও পদোন্নতি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
টিটি/এমএএইচ/জিকেএস
Advertisement