ইসরায়েলি কূটনীতিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জল্পনাকে সরাসরি অস্বীকার করেছে পাকিস্তান। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন।
Advertisement
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসলামাবাদ ফিলিস্তিনি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন>স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদির
পাকিস্তান ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি। ইসলামাবাদ বারবার ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। এমনকি ইসলামাবাদ ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী কুদস শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
Advertisement
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন আরও বহু মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে আপোষ করতে পারে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর অনুমানের প্রতিক্রিয়ায় ওই বক্তব্য দেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে জিলানি এখন নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তিনি বলেছেন, ইসরায়েলের ব্যাপারে পাকিস্তানের নীতির কোনো পরিবর্তন হয়নি। পাকিস্তান তাদের জনগণের ইচ্ছা ও ফিলিস্তিনি জাতির আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী সিদ্ধান্ত নেয় বলেও তিনি জানান।
একইসঙ্গে তিনি ইহুদিবাদী ইসরায়েলের কোনো কর্মকর্তার সঙ্গে পাকিস্তানি কূটনীতিকদের যে কোনো বৈঠকের কথা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।
সূত্র: জিও নিউজ, পার্সটুডে
Advertisement
এমএসএম