জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিদেশি সহায়তা প্রয়োজন: মেয়র আতিক

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিদেশি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক সম্মেলনে বিশ্বের নেতাদের প্রতি ক্লাইমেট চেঞ্জের ক্ষতি মোকাবিলায় ফান্ড দেওয়ার আহবান জানিয়েছি। জলবায়ু পরিবর্তনের ফলে অনেক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো নিয়মিত মোকাবিলা করা খুব কঠিন হচ্ছে। এ জন্য বিদেশি সহায়তা প্রয়োজন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএনসিসির নগর ভবনে প্রতিকৃতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। ‘আগামীর অনুপ্রেরণা’ শীর্ষক এ প্রতিকৃতি অঙ্কনের আয়োজন করেছে ডিএনসিসি।

নগরে জলাবদ্ধতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘পলিথিন, বোতল সবকিছু ড্রেনে ফেলার কারণে পানির প্রবাহে সময় লাগছে। গলির রাস্তা দিয়ে জায়গার অভাবে প্রশস্ত ড্রেন করা যাচ্ছে না। ২০ ফিট রাস্তার জায়গা না পেলে প্রশস্ত ড্রেন করা সম্ভব হচ্ছে না। জলাধার, খাল ধ্বংস করা যাবে না। নগরের খাল ভরাট, বেদখল মূলত জলাবদ্ধতার জন্য দায়ী। পরিবেশদূষণ বন্ধ না করলে, পরিবেশ প্রতিশোধ নেবে। তাই আমরা কল্যাণপুরসহ সব বেদখলে থাকা খাল উদ্ধার করছি। ঢাকার খালগুলো মহানগর জরিপে অনেক ছোট হয়ে গেছে। শহরকে বাঁচাতে হলে খালগুলো মহানগর জরিপে নয় বরং সিএস এবং এসএ দাগ অনুযায়ী আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।’

Advertisement

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমএ/এমএএইচ/এমএস