ক্যাম্পাস

চবিতে কমিটি বিলুপ্তির পর ছাত্রলীগের আনন্দ মিছিল

দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্তি ঘোষণার পরপরই আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ।

Advertisement

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সোহরাওয়ার্দী হল মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ‘আদু থেকে আদু নয়, বর্তমান থেকে কমিটি চাই’; ‘ছাত্রলীগের পতাকায়, আদু ভাইদের ঠাঁই নাই’। মিছিল করা অংশটি বিজয় গ্রুপ যারা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

আরও পড়ুন: চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

Advertisement

আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের নেতা সাখাওয়াত হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করায় কৃতজ্ঞতা জানাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রত্যেক কর্মীর একটাই দাবি—অছাত্র, টেন্ডারবাজ, মাদক সংক্রান্ত বিষয়ে যারা জড়িত আছে তারা যেন কমিটিতে স্থান না পান। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জোর দাবি জানাই, নতুন নেতৃত্বের মাধ্যমে সামনে নির্বাচনকে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করার জন্য খুব শিগগির নতুন কমিটি চাই।’

জুনাইদ আহমদ/এসআর/জিকেএস