তথ্যপ্রযুক্তি

বাইকের মাইলেজ কমে গেলে বদলে নিন ৪ যন্ত্রাংশ

বাইকপ্রেমীদের কাছে বাইক নিজের সন্তানের মতোই। তাই তো সারাক্ষণ যত্নআত্তিতেই রাখেন শখের মোটরবাইকটিকে। সামান্য অবহেলা পেলেই যেন বাইকটি মন খারাপ করে বসে। অবহেলা এবং সঠিকভাবে নিয়মিত পরিচর্চা না করলে বাইকের নানান সমস্যা দেখা দেয়।

Advertisement

মাঝে মাঝেই শখের মোটরসাইকেল ভালো মাইলেজ দিচ্ছে না! এদিকে পেট্রোলের দাম আকাশ ছোঁয়া। চিন্তায় কপালের ভাঁজও দীর্ঘ হচ্ছে আপনার। বাইকে মাইলেজ কমে গেলে কয়েকটি বিষয়ের দিকে নজর দিন। বিশেষ করে বাইকের ৪টি যন্ত্রাংশে।

স্পার্ক প্লাগদীর্ঘ সময় স্পার্ক প্লাগ পরিবর্তন করলে, তাতে কার্বন জমে যেতে পারে। এ কারণে ইঞ্জিনের ভেতরে ইগনিশন সমস্যা দেখা দেয়। ইগনিশনের অবস্থার অবনতির কারণে, মোটরবাইক চালানোর সময় বারবার তা বন্ধ হয়ে যেতে থাকে। এর ফলে মাইলেজ কমে যায়। এমন সমস্যায় পড়লে অবশ্যই স্পার্ক প্লাগটি বদলে ফেলার কথা ভাবতে হবে।

আরও পড়ুন: বাইকের চাকায় কাঁটার মতো থাকে কেন? 

Advertisement

এয়ার ফিল্টারএয়ার ফিল্টার নোংরা হয়ে গেলেও মোটরবাইকের মাইলেজ কমতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে ইঞ্জিনে বাতাস ঠিকমতো পৌঁছায় না। ফলে পেট্রোল ঠিক মতো জ্বলে না এবং মাইলেজ কমতে শুরু করে। একজন মেকানিকের মাধ্যমে এয়ার ফিল্টার পরিবর্তন করে নিন। এতে আপনার বাইকের মাইলেজ ভালো পাবেন।

অয়েল ফিল্টারঅনেকেই অয়েল ফিল্টারের দিকে বিশেষ নজর দেন না। অন্যান্য যন্ত্রাংশ মেরামত করছেন বা বদলে নিলেও অয়েল ফিল্টারের বেলায় বেশ উদাসীন। ফলে দেখা যায় বহু বছর ধরে পুরোনো ফিল্টারেই মোটরবাইক চালানোর কারণে বাইকের মাইলেজ কমে যায়।

ইঞ্জিনের তেলসাধারণত প্রতি ১২০০ কিলোমিটার চলার পর মোটরবাইকের ইঞ্জিন তেল পরিবর্তন করা প্রয়োজন। এতে ইঞ্জিনের কর্মক্ষমতা স্বাভাবিক থাকবে। মাইলেজও ভালো পাওয়া যাবে। মোটরবাইক ক্রমাগত ব্যবহারের ফলে তার ইঞ্জিন তেল নষ্ট হয়ে যায়। তাই নিয়মিত তা বদলানো প্রয়োজন। এতে যেমন ভালো মাইলেজ পাবেন দীর্ঘদিন।

সূত্র: বাজাজ অটো

Advertisement

কেএসকে/জিকেএস