এই প্রথম নায়ক জায়েদ খান কোনো আউটলেট উদ্বোধন করলেন। গত শুক্রবার বিকেলে ধানমন্ডির অরচার্ড পয়েন্ট শপিং মলে কারু বুটিকের প্রথম আউটলেট উদ্বোধন করা হয়।
Advertisement
কারু বুটিকের আউটলেট উদ্বোধনকালে জায়েদ খান বলেন, ‘কারু বুটিক সব সময় আলাদা বৈচিত্র্যে পোশাক তৈরি করে থাকে। জান্নাত অনেক কষ্ট করে নিজের প্রতিষ্ঠানকে এতদূর নিয়ে এসেছে। মানসম্মত পোশাক তার ক্রেতাদের চাহিদা অনুযায়ী তৈরি করছে। কারু বুটিক যেন সব সময় তার মান ধরে রেখে সামনে এগিয়ে যায় সে প্রত্যাশা রাখি। এটি অনেক নারীকে সফল হতে উৎসাহিত করবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ওমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ফাতেমা আওয়াল, জনপ্রিয় উদ্যোক্তা বারিশ হক, মডেল সাবরিনা জামান রিবা প্রমুখ।
কারু বুটিকের কর্ণধার জান্নাতুল ফেরদৌস বলেন, ‘১২ বছরের এ পথচলা সহজ ছিল না। কারু বুটিকের নিজস্বতা নিয়ে এতদূর আসতে পেরেছি। কারু বুটিকের পোশাক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। আমাদের এ পদযাত্রায় পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
Advertisement
জান্নাতুল ফেরদৌস বলেন, ‘পূজা উপলক্ষে এখানে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া এবং শিশুদের জন্য নানা আয়োজন। কারু বুটিকের পোশাকে আছে বিশেষ অফার। অফলাইনে এবং অনলাইনে যে কোনো পোশাক কিনলে পাবেন ১৫% ছাড়। মাসব্যাপী থাকবে এ ছাড়। কুপনে পাবেন ৮০% পর্যন্ত ছাড়।’
এমআই/এসইউ/জিকেএস