স্বামী বিচ্ছেদ চাইলেও স্ত্রী তাতে রাজি ছিলেন না। এতে রেগে গিয়ে স্বামীকে গুলি করলেন স্ত্রী। যদিও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন ওই ব্যক্তি। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। ইতোমধ্যেই ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানানো হয়, বিচ্ছেদের বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নারী তার স্বামীকে গুলি করেন। প্রেসকোট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় ক্রিসটিনা পাসকুয়ালেটো নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, তীব্রভাবে আক্রমণ, জালিয়াতি এবং চুরির অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: বন্দুক হামলা নিয়ন্ত্রণে বাইডেনের নতুন দপ্তর, প্রধান কমলা হ্যারিস
গত ২০ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। ক্রিস্টিনার স্বামী জন পাসকুয়ালেটো প্রেসকোটে থাকেন। ক্রিস্টিনা আগে সেখানে থাকলেও গত কয়েক মাস ধরেই দুজন আলাদা থাকছেন। তিনি বর্তমানে গিলবার্টের বাসিন্দা।
Advertisement
জিজ্ঞাসাবাদে ক্রিস্টিনা বলেছেন, বুধবার মধ্যরাতের কিছু আগে তিনি প্রেসকোটের বাড়িতে পৌঁছান। ওই বাড়িতে এখন জন একাই থাকেন। ক্রিস্টিনা সেখানে পৌঁছানোর পর তাদের মধ্যে বেশ ঝগড়া হয়। জন তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ চাচ্ছিলেন। ক্রিস্টিনা পুলিশকে জানিয়েছেন যে, তিনি চাচ্ছিলেন না যে তাদের বিচ্ছেদ হোক। জন যখন বিছানায় শুয়ে ছিলেন, তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন ক্রিস্টিনা।
৮০ বছর বয়সী জনের হাতের কব্জিতে গুলি লেগেছিল। তবে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। প্রেসকোট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জন ক্রিস্টিনাকে জানান যে, তিনি বিচ্ছেদ চান এবং তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। সে সময় ক্রিস্টিনা একটি বন্দুক এনে বিছানায় শুয়ে থাকা অবস্থায় জনকে গুলি করেন।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, দুজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে জন তার স্ত্রীকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন এবং ক্রিস্টিনার হাত থেকে বন্দুকটি পড়ে যায়। এই সুযোগে সেখান থেকে পালিয়ে যান জন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলি, নিহত ৩
Advertisement
এরপর প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে জরুরি নম্বর ৯১১-এ ফোন দিয়ে সহায়তা চান তিনি। পরবর্তীতে জনকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে জন পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, কিছুদিন আগেই তিনি বাড়ির দরজার তালা পাল্টেছেন। কিন্তু তিনি এর চাবি এবং আরও কিছু জিনিস খুঁজে পাচ্ছেন না।
ক্রিস্টিনা সপ্তাহখানেক আগে তার চেক চুরি করেছেন এবং ১০ হাজার ডলার মূল্যের একটি চেক জালিয়াতি করে নগদ অর্থ তুলে নিয়েছিলেন বলেও অভিযোগ এনেছেন জন। এদিকে ৬২ বছর বয়সী ক্রিস্টিনাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এসব অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
টিটিএন