রাজনীতি

ভোটাধিকারের পক্ষে দাঁড়ানোয় গণতন্ত্রকামী বিশ্বকে ধন্যবাদ: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা গণতন্ত্রকামী বিশ্বকে ধন্যবাদ জানাই তারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডাকে ধন্যবাদ জানাই তারা বাংলাদেশের মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্রের বিপক্ষে দাঁড়ায়নি। এ দেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে।

Advertisement

রোববার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার দেশ আমার অধিকার-এর আয়োজনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এসময় দুদু বলেন, ‘যে দেশের জন্য মানুষ মুক্তিযুদ্ধ করেছে, এক সাগর রক্ত দিয়েছে, সেই দেশে ৫২ বছর পরে এসে মানুষদের ভোটের অধিকারের কথা বলতে হচ্ছে। তার নিজের ভোট দিতে পারছে না। মানুষ তার পছন্দের প্রতিনিধিকে জয় করার ক্ষমতা রাখে না। আর তাই মানুষ রাস্তায় নেমেছে লড়াই করছে, আন্দোলন করছে এ সরকারের পদত্যাগ দাবি করছে।’

ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করে রাখা হবে, আর বড় বড় কথা বলবে এটা দেশের জনগণ মানবে না। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ করে দিতে হবে।’

Advertisement

আয়োজক সংগঠনের সভাপতি শেখ সাখাওয়াত তানজিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী,সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ জোতি, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ সভাপতি মোক্তার আখন্দ প্রমুখ।

আরএ/এমআইএইচএস/এমএস