সাহিত্য

আব্দুল্লাহ নাজিম আল-মামুনের দুটি কবিতা

জিজ্ঞাসা

Advertisement

মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করেতোমার কী সবচেয়ে বেশি ভালো লাগে?রোদ-বৃষ্টি, দিন নাকি রাতকী দেখতে ভালো লাগে, সূর্য না চাঁদ!

তোমার মুখ থেকে খুব শুনতে ইচ্ছে করে তোমার কিসে আপন লাগে?সুখ-দুঃখ, ব্যথা-বেদনা আচ্ছা! তুমি কি আসলেই জানো না?

আমার খুব জানতে ইচ্ছে করে তোমার পছন্দের মধ্যে কী এমন জিনিস আছে!যা নিজের করে পেলে তুমি খুশি হও হাসো, কান্নাও থামাও।আচ্ছা! বলো কোথায় গেলে তোমার দুঃখ যায় চলে?পাহাড়-পর্বত, সমুদ্দুর যেখানে গেলে হৃদয়ে জাগে রোদ্দুর।

Advertisement

মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে তোমার বুকে এমন কোনো মানুষ আছে?যাকে তুমি ভালোবাসো বলো! কাকে তুমি বুকে বেঁধে রেখেছো!

****

সুন্দর

তুমি যখন কথা বলো তোমার কথা সুন্দর কবিতার মতোতুমি যখন কথার মাঝে হাসোতোমার হাসি সুন্দর ফুল ফোটার মতো।

Advertisement

তুমি যখন সামনে এসে দাঁড়াও তোমার দিকে চেয়ে থাকি তুমি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো।তুমি যখন আড়ালে চলে যাও আমার দুঃখ হয় মেঘেদের আড়ালে চাঁদ লুকিয়ে থাকার মতো।

তুমি হাত বাড়ালেআমি তোমাকে ছুঁতে যাই তুমি হারিয়ে যাও জোনাকি পোকার মতো।তুমি হৃদয় পেতে দিলেআমি হৃদয়ে বিলীন হয়ে যাইআকাশের বুকে নীলের মতো।

এসইউ/জেআইএম