রকমারি ডটকমের উদ্যোগে ‘নগদ-রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৩’ দেওয়া হয়েছে। চার শাখায় রকমারিতে সর্বোচ্চ বিক্রি হওয়া বইয়ের ৪ লেখক ও ৪টি বইকে এ পুরস্কার দেওয়া হয়। এছাড়া একইসঙ্গে ২১টি ক্যাটাগরির ২১ লেখক ও ২১টি বইকেও সম্মাননা জানানো হয়।
Advertisement
২০২২ সালের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত রকমারি থেকে সর্বোচ্চ বিক্রিত বইয়ের লেখকদের দেওয়া হয় এ পুরস্কার। ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফিকশন বিভাগে বেস্টসেলার লেখক হয়েছেন তরুণ গায়ক ও লেখক তাসরিফ খান। একই বিভাগে বেস্টসেলার বই কিংবদন্তী পাবলিকেশনের ‘বাইশের বন্যা’। নন-ফিকশন শাখায় বেস্টসেলার লেখক হয়েছেন মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন। নন-ফিকশন বিভাগে বেস্টসেলার বই আদর্শ থেকে প্রকাশিত ‘বিজনেস ব্লুপ্রিন্ট’। ধর্মীয় বিভাগে বেস্টসেলার লেখক হয়েছেন আরিফ আজাদ। একই বিভাগে বেস্টসেলার বই হয়েছে সত্যায়ন থেকে প্রকাশিত ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’। ক্যারিয়ার ও অ্যাকাডেমিক ‘ম্যাজিক ম্যাথ’ বই লিখে অ্যাওয়ার্ড জিতেছেন মোত্তাসিন পাহলভী। ইনফিনিটি পাবলিকেশন্স থেকে প্রকাশিত তার বইটিও একই বিভাগে বেস্টসেলার অ্যাওয়ার্ড পেয়েছে।
আরও পড়ুন: ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১’ বইয়ের আলোচনা
Advertisement
এ ছাড়া উপন্যাসে সাদাত হোসাইন, সায়েন্স ফিকশনে মুহম্মদ জাফর ইকবাল, কমিক ও রম্যতে অন্তিক মাহমুদ, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধে আসিফ নজরুল, জীবন ইতিহাসে মহিউদ্দিন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তিতে মুহম্মদ আনোয়ার হোসেন ফকির, আত্ম-উন্নয়ন ও মোটিভেশনে প্রিতম মুজতাহিদ, বিবিধ শাখায় ড. আমিনুল ইসলাম, কুরআন ও হাদিসে জোবায়ের আল মাহমুদ, ইসলামের ইতিহাস-ঐতিহ্যে আব্দুল্লাহ ইবনে মাহমুদ, ইসলামি আদর্শ ও মতবাদে মিরাজ রহমান, ভাষা ও অভিধানে সাইফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় ও কলেজ ভর্তি শাখায় বিজ্ঞানবিদ্যা টিম।
লেখকদের পাশাপাশি বেস্টসেলার বইয়ের প্রকাশকদেরও অ্যাওয়ার্ড দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি শ্যামল পাল।
লাইভ কুইজ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে ৩০ জন দর্শক পুরস্কৃত হন। আয়োজনের শেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে অনুষ্ঠানে আসা দর্শক ও অতিথিদের মধ্য থেকে ১৫ জনকে পুরস্কৃত করা হয়।
এসইউ/এমএস
Advertisement