বিনোদন

বাংলাদেশ থেকে ৯৬তম অস্কারে ‘পায়ের তলায় মাটি নাই’

এবারের অস্কারের ৯৬তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছে তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’।

Advertisement

২৩ সেপ্টেম্বর রাতে ৯৬তম অস্কার কমিটি বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধা জাগো নিউজকে বলেন, আমি যখন শুনেছি তখন থেকে খুব আনন্দ লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতির নতুন সিনেমা

নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।

Advertisement

এদিকে অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সিনেমা মনোনয়নের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হলে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’ এবং মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ সিনেমা দুটি জমা পড়ে।

আরও পড়ুন: ‘পীযূষ বন্দ্যোপাধ্যায় নিজেই একটি সংগঠন’

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

এমআই/এমএমএফ/জেআইএম

Advertisement