দেশজুড়ে

ফরিদপুরে নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ভিড়

ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে ছোট-বড় পাঁচটি নৌকা। দারুণ এ প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ।

Advertisement

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের একটি খালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কোড়কদী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মোল্যার সভাপতিত্বে এ বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত সিকদার।

আরও পড়ুন: হাজারো দর্শনার্থীর ভিড়ে ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ

Advertisement

বিশেষ অতিথি ছিলেন মধুখালী সরকারি আইন উদ্দিন কলেজের সাবেক ভিপি শাহরিয়া রুমি রনি, কোড়কদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি মোল্যা, মেগচামী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাস দাস, ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের সাবেক সভাপতি আব্বাস আলী বিশ্বাস প্রমুখ।

এ বিষয়ে নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক সুমন ফকির জাগো নিউজকে বলেন, এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় যুব সমাজ মিলে এ আয়োজন করা হয়। এতে ছোট-বড় মিলিয়ে পাঁচটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এন কে বি নয়ন/জেএস/জেআইএম

Advertisement