যশোরের শার্শায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ছয়টি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ সোনা চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দিন ওরফে পিস্তল নাসির ওরফে গোল্ড নাসিরকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে যশোরের শার্শা থানার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে খুলনা র্যাবের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে ব্রিফিং করা হয়।
গ্রেফতার নাসির উদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত বুদো সর্দারের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, তাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, শার্শা থানার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বেচাকেনা ও চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান, তিনটি রিভলবার ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
Advertisement
র্যাব জানায়, পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন নাসির উদ্দিন। পরে ৭-৮ বছর মাদক ও সোনা পাচারের লেবারের কাজ করেন। পরবর্তী সময়ে নিজে বড় চোরাকারবারি হয়ে ওঠেন এবং তার নিয়ন্ত্রণে মাদক ব্যবসা, সোনা পাচার ও অস্ত্র ব্যবসা সংগঠন গড়ে তোলেন। চোরাকারবারি, মাদক ও অস্ত্র ব্যবসা থেকে অর্জিত অবৈধ টাকা আড়াল করার জন্য বেনাপোলের সীমান্তবর্তী পুটখালি এলাকায় একটি গরুর খামার দেন।
নাসির উদ্দিনের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা ও একটি হত্যাচেষ্টা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন।
র্যাব কর্মকর্তা সাকিব হোসেন জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জামাল হোসেন/এসআর/জেআইএম
Advertisement