জাতীয়

ভিসানীতি প্রয়োগ শুরুকে ‘খুবই ভালো’ বললেন সালমান এফ রহমান

বাংলাদেশের ক্ষমতাসীন দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিরোধীদলের বেশ কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ শুরু করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মার্কিন ভিসানীতির এ প্রয়োগ শুরুকে ‘খুবই ভালো’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

Advertisement

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

সালমান এফ রহমান বলেন, ভিসানীতির প্রয়োগ শুরু করা হচ্ছে, এটা আমরা মনে করি তারা (যুক্তরাষ্ট্র) খুব ভালো করেছেন। এটা তো তারা আমাদের আগেই জানিয়েছিলেন। ভিসানীতিতে রয়েছে, যারা নির্বাচনে বাধা দেবে, সহিংসতা করবে, তাদের ওপর নিষেধাজ্ঞা দেবে। আমরা তো নির্বাচনে বাধা দিচ্ছি না। বাধা দেওয়ার হুমকি-ধামকি যারা দিচ্ছেন, তাদের ওপর স্যাংশনস দিক তারা।

তিনি বলেন, দেশের একটা বড় বিরোধীদলের (বিএনপি) নেতারা প্রতিনিয়ত বলে যাচ্ছেন, তারা নির্বাচন হতে দেবে না। বিভিন্ন পাবলিক প্রোগ্রামে স্পষ্ট করে বলছেন, নির্বাচন হতে দেবে না। গতকালও বলেছেন ওই দলের নেতারা। শেখ হাসিনার অধীনে ইলেকশন করতেই দেবেন না তারা। তারা কেন হতে দেবে না? তারা কীভাবে হতে দেবেন না? ভায়োলেন্স করে? সহিংস কর্মকাণ্ড ঘটিয়ে? তাহলে তো তাদের ওপর নিষেধাজ্ঞা আসা উচিত সবার আগে।

Advertisement

সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলে দিয়েছে যে, স্যাংশনস আসছে, সেটা বিরোধীদল, সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। সুতরাং সবাই তালিকায় থাকছে। দেখা যাক, কাদের নাম আসে!

সালমান এফ রহমান আরও বলেন, সরকারের তরফ থেকেতো আমরা সবসময় বলে আসছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গতকাল জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আমরা তো নির্বাচনে বাধা দিতে চাই না। যারা বাধা দিতে চান, তাদের বিরুদ্ধে স্যাংশনস দেওয়া হবে। এটাকে আমরা মনে করি সবসময়ই ভালো।

এর আগে সকাল ১০টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সালমান এফ রহমান। তিন দিনব্যাপী এ কনফারেন্স শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘের হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইমুনাহ মোহা. শরীফ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রাণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিন, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার।

Advertisement

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক ও সম্মলেন আয়োজক কমিটির আহ্বায়ক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী হাসান। এতে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন।

এএএইচ/এমআইএইচএস/এমএস