জাতীয়

সিএনজিতে ট্রাকের ধাক্কায় নিহত এক, আশঙ্কাজনক ৫

রাজধানীর মোহাম্মদপুরে বছিলা ব্রিজের ঢালে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- সালমা আক্তার (২২), মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানী বেগম (৪০) ও ইয়ার হোসেন (৪২)। আহতরা সবাই সিএনজি অটোরিকশায় ছিলেন।

আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ফাহাদ জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় এক ক্লিনিকে নেওয়া হয়। তবে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় একজন মারা গেছেন জানিয়ে ফাহাদ বলেন, আহতদের চারজন সিএনজি অটোরিকশার যাত্রী, অন্যজন চালক। আহত চার যাত্রীর বাড়ি কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়। এছাড়া আহত চালক ইয়ার আলীর বাড়ি মানিকগঞ্জে।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বছিলায় দুর্ঘটনায় আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনায় একজন মারা গেছেন। এছাড়া আহত সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

কাজী আল-আমিন/কেএসআর/এএসএম