এক হাজার রাতের কিচ্ছা
Advertisement
বুকের বা’পাশে তোমার অশ্রু বৃষ্টি ঝরেছে কালআমি নাকি দায়ী, দুঃখে ধরাশায়ী তুমি বেসামাল!
জমেছে অভিযোগ, পার হয়ে এক যুগ কী দিয়েছি আমি?আমার দেওয়া ভালোবাসা তোমার কাছে ছিল কম দামি!
তোমার এ বেদনায় কী দেবো সান্ত্বনা আমি আর বলোভালোবাসা উজাড় করে দেওয়ার পর যদি অভিযোগ তোলো!
Advertisement
তাই বলি আমিই দোষী, বিষাদ সর্বনাশীহৃদয়ের জেলে বিনা অপরাধে দিয়েছো ফাঁসি!
তবে আমারও কিছু বলার ছিল, বলতে পারো শেষ ইচ্ছাতোমায় ভালোবাসার আরব্য রজনি এক হাজার রাতের কিচ্ছা!
শুনে দেখো একটি রাত, ফাঁসি না হয় দিয়ো কালআমি তো দায়ী, দুঃখে ধরাশায়ী তুমি বেসামাল!
****
Advertisement
আমি সুখকে প্রশ্ন করিনি
জীবনকে প্রশ্ন করেছি বারেবারেকী সুখ পাও আমি হারলে?লাভ কত মেলে আমায় রেখে কারাগারেখুব কি ক্ষতি আমায় ছেড়ে দিলে!
দরিদ্রতাকে প্রশ্ন করেছি অগোচরেতোমার ভালো লাগে অর্থ ফুরোলে?সুখ কত মেলে আমায় রেখে অনাহারেএকটি বার যাও না আমায় বলে!
একাকিত্বকে প্রশ্ন করেছি, রাত ফুরানোর ভোরে যাওনি কেন এখনো আমায় ফেলেকী দেখো প্রতি রাতে আমার পরাজয় আর হারেকী অমন নেশা পেলে চোখের জলে!
আমি সুখকে প্রশ্ন করিনি, রেখছি হৃদয়ে ধরেহয়তো দুঃখ ছুঁয়েছে আমায় কালে কালেতবুও সুখকে বলিনি যেও না দূরেরেখেছি খুব আপন করে শত ভুলে!
এসইউ/এএসএম