আলু পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত স্যালাইনের দাম সর্বোচ্চ খুচরা মূল্য থেকে বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা সেটা মানছে না। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সারাদেশে এসব পণ্য ও ওষুধের দাম বেশি নেওয়ায় ৩০ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
Advertisement
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ৩০টি টিম ২১টি বাজারে অভিযান পরিচালনা করে।
এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ১৫টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
সারাদেশে ১৭টি টিম কর্তৃক ২১টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৩০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
Advertisement
এনএইচ/এমআইএইচএস/এএসএম