কোথায় জাপান আর কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ! দুই দেশের ফুটবলের তুলনাই চলে না। তারপর আবার নারী ফুটবল। নারীদের ফুটবলে জাপান তো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।
Advertisement
এমন একটি দলের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (শুক্রবার) এশিয়ান গেমসে অভিষেক হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। চীনের হাংজুতে জাপানের বিপক্ষে খেলতে নেমে সাবিনারা টের পাচ্ছেন দুই দেশের ফুটবলের আকাশ-পাতাল পার্থক্যটা।
জাপানের কাছে হারানোর কিছুই নেই বাংলাদেশের। চীন যাওয়ার আগে দলের কোচ সাইফুল বারী টিটু ও অধিনায়ক সাবিনা খাতুনও তা বলেছেন। বাংলাদেশের লক্ষ্য জাপানের কাছে যত কম গোল খাওয়া যায়।
সেই কম গোলের সংখ্যাটা শেষ পর্যন্ত কত হয়, তা দেখতে বাকি আরো ৪৫ মিনিট। এরই মধ্যে প্রথমার্ধের ৪৫ মিনিটের খেলা শেষ। বাংলাদেশের জালে ৪ গোল দিয়ে বড় ব্যবধানের জয়ের দিকেই এগিয়ে চলছে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা সম্পন্ন জাপানি মেয়েরা।
Advertisement
ষষ্ঠ মিনিটে গোলের সূচনা করে জাপান। রেমিনা চিবাকে দিয়ে গোলের যে সূচনা করে জাপান প্রথমার্ধের ইনজুরি সময়ে সেটাকে ৪-০ তে নিয়ে যান ইয়ুঝু শিকোশি। মাঝের দুই গোলের একটি রেমিনার, অন্যটি মমোকো তানিকাওয়ার।
আরআই/এমএমআর/এএসএম