চলচ্চিত্রকার তারেক মাসুদের গ্রামের বাড়ি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার হাবিবুর রহমান মাসুদ। এর আগে ১৭ সেপ্টেম্বর সাধারণ ডায়েরিটি করেন তিনি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
আরও পড়ুন: চলচ্চিত্রকার তারেক মাসুদের বাড়ির সাইনবোর্ড ভেঙে দিল দুর্বৃত্তরা
তিনি বলেন, সম্প্রতি ভাঙার নূরপুর গ্রামের তারেক মাসুদের বাড়ির পাশের মহাসড়কের একটি সাইনবোর্ড উপড়ে ফেলা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সাইনবোর্ডটি পুনর্নির্মাণ করে দেওয়া হয়। তবে এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারেক মাসুদের ভাই হাবিবুর রহমান মাসুদ। জিডিতে তিনি তাদের বাড়ি ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
এ বিষয়ে হাবিবুর রহমান মাসুদ বলেন, গত ১১ সেপ্টেম্বর আমাদের বাড়ির সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। ১৪ সেপ্টেম্বর সাইনবোর্ডটি পুনর্নির্মাণ করেন প্রশাসন। আমাদের পরিবার ও বাড়ির জায়গা জমি নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাদের বাড়ির পাশের একটি পরিবারের সঙ্গে জায়গাজমি নিয়েও ঝামেলা রয়েছে। এছাড়া এলাকায় অনেক শত্রু রয়েছে আমাদের। এসব কারণে আমাদের বাড়ি ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করা হয়েছে।
Advertisement
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস