দেশজুড়ে

খুলনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কাজল (৩৫) নামের আরও নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

আরও পড়ুন: খুলনা মেডিকেল আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

কাজল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের মোয়াজ্জেম শেখের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এনিয়ে খুলনায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে চিকিৎসাধীন ১৪৭ জন।

Advertisement

আলমগীর হান্নান/আরএইচ/এএসএম