রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩২ মিনিটে খবর পেয়ে আগুন নেভাতে চার ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো আলাতম পায়নি ফায়ার সার্ভিস।
Advertisement
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাদেশ বিন খালেদ।
আরও পড়ুন: কোন আগুন কীভাবে নেভাতে হয়?
তিনি বলেন, দুপুর ২টা ৩২ মিনিটের দিকে খবর আসে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে মতিঝিলে অবস্থানরত ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট চারটি ইউনিট গিয়ে দেখে আগুনের কোনো আলামত নেই।
Advertisement
আরও পড়ুন: আগুন নেভাতে যে দোয়া পড়বেন
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফায়ার অ্যালার্ম বেজেছে ভুলক্রমে। এজন্য আগুন লেগেছে ভেবে আমাদের জানানো হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাদেশ বিন খালেদ।
টিটি/কেএসআর/জিকেএস
Advertisement