দু’বার লাইফ পেয়েছিলেন তামিম ইকবাল। একবার বোলারকে দিয়েছিলেন রিটার্ন ক্যাচ। আরেকবার জসপ্রিত বুমরাহ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন। তবুও খুব বেশিদূর এগুতে পারলেন না বাংলাদেশের সেরা এই ওপেনার। ৩৫ রান করে ফিরে যেতে হলো তাকে।তবে আউট হওয়ার আগে দারুণা সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। ভারতের করা ১৪৬ রান তাড়া করতে নেমে দলীয় ১১ রানের মাথায় মোহাম্মদ মিঠুন আউট হয়ে গেলে যে বিপর্যয় তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, সেটা আপাতত কাটিয়ে উঠে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছেন তামিম ইকবাল। ৩২ বলে খেলা তার ৩৫ রানের ইনিংসটিতে ছিল ৫টি বাউন্ডারির মার।তার আগে ৩ বল খেলে মাত্র ১ রান করে আউট হয়ে যান মোহাম্মদ মিঠুন আলি। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮। উইকেটে রয়েছেন সাব্বির রহমান ১৮ রানে এবং সাকিব আল হাসান ৩ রানে। জয়ের জন্য ১১.৫ ওভারে প্রয়োচন ৮৯ রান। হাতে ৮ উইকেট।আইএইচএস/বিএ
Advertisement