খেলাধুলা

তবুও জয়টা কঠিন হবে বাংলাদেশের জন্য

অসাধারণ বোলিং করেছে বাংলাদেশ। গতকালই বলেছি, মাশরাফিকে চেনারূপে দেখতে চাই। আজ যেন সেই মাশরাফিকেই দেখেছি আমি। শুরু থেকেই দলকে দারুন উজ্জীবিত করেছে সে। নিজেও দারুন বোলিং করেছে। উইকেট পায়নি ঠিক। তবে রান আটকে রাখতে পেরেছে। ৪ ওভরে দিয়েছে মাত্র ২২ রান। মাশরাফি উজ্জীবিত হলে দলও বেশ উজ্জীবিত থাকে।১৪৭ তাড়া করার মত রান। তবে আমার মনে হয় না খুব সহজ হবে। এই রান করতে হলেও বাংলাদেশকে বেশ সংগ্রাম করতে হতে পারে। কারণ উইকেট খুব স্পিনিং। ভারতের বোলাররা কিন্তু গত কিছুদিন ধরে বেশ ভালো করে আসছে। বুমরাহ, নেহরা, অশ্বিন, জাদেজারা বেশ ভালো বল করছে। তাদের বল মোকাবেলা করতে হবে বেশ পরিকল্পনা করে।আমার মনে হয়, পরিকল্পনা করেই ব্যাট করা উচিৎ। প্রথম ৬ ওভারে অন্তত ৫০ রান যেন হয়। আর যেন উইকেট না হারায়। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের অন্তত ১জন যেন শেষ পর্যন্ত টিতে থাকতে পারে। তামিম যদি আগের মত ফর্মে থাকতে পারে এবং শেষ পর্যন্ত কিংবা ১৫-১৬ ওভার পর্যন্ত টিকে থাকতে পারে, তাহলে বাংলাদেশ জিতবে আশা করি।বোলারদের মধ্যে মুস্তাফিজ এবং আল-আমিন দারুন বোলিং করেছে। মুস্তাফিজের কাছ থেকে আরেকটু ভালো আশা করেছিলাম। দুটি উইকেট নিয়েছে দারুন। তবে মারও খেয়েছে। ৩৪ রান দিয়েছে সে। শেষ দিকে দুটি ছক্কা না খেলে হয়তো আরও ভালো হতো। তবে টি-টোয়েন্টিতে এমন হবেই। এ নিয়ে দুশ্চিন্তা করেও লাভ নেই।আর সৌম্য সরকারের ক্যাচটার কথা আলাদা করে বলবো। এশিয়া কাপে দুটি ক্যাচ ছেড়েছিল সে স্লিপে। এ ছাড়া সব মিলিয়ে তার ফিল্ডিং অন্যতম সেরা। বিশ্বসেরা ফিল্ডাররাও তার ফিল্ডিং দেখে মুগ্ধ। বিশ্বকাপে অসাধারণ দুটি ক্যাচ নিয়েছে। যা সত্যিই সবাইকে মুগ্ধ করেছে। রান পাচ্ছে না সে- এটাই কষ্টের। তবে একজন খেলোয়াড় যখন অফ ফর্মে থাকে, তখন তার সব কিছুর মধ্যেই এটা ফুটে ওঠে। কিন্তু সৌম্যর চেহারা, কথা-বার্তা কিংবা ফিল্ডিংয়ে তার ব্যাটিংয়ের অফফর্ম ফুটে উঠছে না। আশা করবো সে রানেও ফিরবে খুব দ্রুত।লেখক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কআইএইচএস/বিএ

Advertisement