‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ স্লোগানে ময়মনসিংহের ভালুকায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ বনাম ভালুকা বয়েজ ক্লাবের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ১-০ গোলে হেরে ময়মনসিংহের মানুষকে হবিগঞ্জ যাওয়ার দাওয়াত দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
Advertisement
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় ভালুকা ডিগ্রি কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি বলেন, বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার দর্শক উপস্থিতিই প্রমাণ করে ফুটবল খেলা এ দেশে এখনো কত জনপ্রিয়। ফুটবলের জোয়ার তৈরি করতে ব্যারিস্টার সুমনের এমন চেষ্টাকে সাধুবাদ জানাই। দেশ মাদক ও জঙ্গিমুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
Advertisement
খেলা শুরু হলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ভালুকা বয়েজ ক্লাব। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় ছিল না ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। নির্ধারিত ৭০ মিনিট শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে বয়েজ ক্লাব।
খেলা দেখতে আসা হাজারো মানুষ কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন। অনেকে জায়গা না পেয়ে আশপাশের ভবনের ছাদ, বাড়ির সীমানা প্রাচীর, গাছের ডালে উঠে খেলা উপভোগ করেন।
খেলা শেষে ব্যারিস্টার সুমন বলেন, ঘাম ঝরিয়ে মাটিতে রক্ত ফেলে আমি যেহেতু ইতিহাসে একটা জায়গায় তৈরি করতে পেরেছি। আপনাদেরও বলছি শরীরের ঘাম ঝরান। কারণ শরীরের ঘাম কোনো দিন প্রতারণা করতে পারে না। যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়।
খেলার আয়োজক ও দর্শকদের উদ্দেশে ব্যারিস্টার সুমন বলেন, আমরা আসছি আপনাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন সৃষ্টি করতে। এখন আপনারা যাবেন আত্মীয়তার বন্ধন মজবুত হবে। আজ আপনারা যেমন আমাদের একটা গোল দিয়েছেন, আপনারা গেলে আমরাও একটা গোল দেবো। আমাদের হবিগঞ্জের মানুষ সবসময় অতিথিদের পক্ষে অবস্থান নেয়। প্রয়োজনে নিজেরা হেরে অতিথিকে জিতিয়ে দিতে চাই। আমিও একটা বিষয় উপলব্ধি করে দেখলাম আপনারাও অতিথির পক্ষে থাকেন। যখন আমাদের একটা গোল দিয়ে দিলো তখন আপনাদের দেখে আমার মনে হয়েছে ব্যারিস্টার সুমন কেন এখনো গোল দেয় না।
Advertisement
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, ভালুকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদার।
মঞ্জুরুল ইসলাম/এসজে/এমএস