দেশজুড়ে

কার্বন নিঃসরণকারী দেশগুলোকে লালকার্ড দেখালো সাতক্ষীরাবাসী

জলবায়ু ন্যায্যতার দাবিতে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি লালকার্ড প্রদর্শন করেছেন সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Advertisement

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি লালকার্ড প্রদর্শন করেন তারা।

এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। বিশ্বের উন্নত দেশগুলো অধিক হারে কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিচ্ছে না, এমনকি কার্বন নিঃসরণের হার কমাতে তাদের দৃশ্যত কোনো উদ্যোগ নেই। এরইমধ্যে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশের সাতক্ষীরা জেলায় নানামুখী সংকট সৃষ্টি হয়েছে। মানুষ খাদ্য ও কর্মসংস্থানের অভাবে বাস্তুহারা হয়ে পড়ছে।

বক্তারা কার্বন নিঃসরণকারী দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উল্লেখ করে প্রতিশ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

Advertisement

এসময় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, আমরা বন্ধুর সদস্য মুশফিকুর রহমান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ বক্তব্য দেন।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/জেআইএম