আলু-পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ডেঙ্গুরোগীদের ক্ষেত্রে ব্যবহৃত স্যালাইনের দাম সর্বোচ্চ খুচরা মূল্য থেকে বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা মানছেন না এসব নির্দেশনা।
Advertisement
ফলে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সারাদেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১০৮টি প্রতিষ্ঠানকে তিন লাখ ৯৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলাপর্যায়ে অধিদপ্তরের ৪৪টি টিম অভিযান পরিচালনা করে। এরমধ্যে ঢাকা মহানগরীতে তিনটি টিম বাজারে অভিযান চলায়।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।
Advertisement
এনএইচ/জেডএইচ/জেআইএম