দেশজুড়ে

দুদিনের জ্বরে মারা গেলেন ফাহিমা

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

মারা যাওয়া নারীর নাম ফাহিমা আক্তার (৪৭)। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ফাহিমার কোনো ভ্রমণ ইতিহাস নেই। তার দুদিন ধরে জ্বর ছিল। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ডেঙ্গু ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত রামে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৯৫ জন। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহী) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৫০৯ জন। বর্তমানে আরও ১৭৭ জন নতুন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

Advertisement