আড়ি
Advertisement
ল্যাম্পপোস্টের আলোয় হবে আমাদের আড়িঅবাক দৃশ্যে যতটা পথ দাও না পাড়িবেলা ফুরালে ফিরবো না বাড়িকবির চোখে আজ প্রেমের ছড়াছড়ি।
যাবো না আর রূপের ঘাটেযে জলে মায়াময়ী পদ্ম ফোটেআলতো পরশে ডাহুক হাঁটেযেমন জোনাকি পোকারা পাথরে ছোটে।
যার চোখে প্রেমের বসন্ত আসে নাতার সাথে প্রজাপতির নেই লেনাদেনা।তবে শতবর্ষী প্রেম একবার ডাকুক নাআলো-আঁধারে আড়াল হতে দেব না।
Advertisement
পদ্মায় স্নান করে পবিত্র হবোহৃদয় তরঙ্গের অভিমান আরও বাড়াবোমনের ব্যথা ঠিক বাতাসে জুড়াবোচাঁদের মমতায় মেঘের আড়ালে হারাবো।
হঠাৎ যেন আকাশটা আজ লাগছে বেশফাগুন ঝরা পালকের আছে কি শেষ?চোখের রেখায় রেখো কাজল রেশমুখে যেন লাগে মিষ্টি ঘ্রাণে মাখা কেশ।
তবে কেন অবেলায় বাক হারাও?ভিসুভিয়াস প্রেমিকের পাতা ওড়াও।নিজেকে ভেঙে সত্তার আসনে ফেরাওতবেই প্রেমিকা হয়ে এ বুকে জড়াও।
এসইউ/জিকেএস
Advertisement