ধর্ম

সুরা নাসর: ৪টি শিক্ষা ও নির্দেশনা

সুরা নাসর কোরআনের ১১০তম সুরা। মদিনায় অবতীর্ণ এ সুরাটির আয়াত সংখ্যা ৩টি। সুরা নাসরের অপর নাম সুরা ‘তাওদী’ বা বিদায়ী সুরা। কারণ সুরাটিতে নবিজির (সা.) মৃত্যু নিকটবর্তী হওয়ার ইঙ্গিত রয়েছে। ইবনে আব্বাস (সা.) বলেন, সুরা নাসরই কোরআনের অবতীর্ণ সর্বশেষ সুরা। এরপর এক/দুটি আয়াত অবতীর্ণ হলেও কোনো সম্পূর্ণ সুরা অবতীর্ণ হয়নি।

Advertisement

সুরা নাসর

(১)اِذَا جَآءَ نَصۡرُ اللّٰہِ وَالۡفَتۡحُ 

ইযা-জাআ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ।যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়

Advertisement

(২)

وَرَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰہِ اَفۡوَاجًاওয়ারাআইতান্না-ছা ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা-।এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহ্ র দীনে প্রবেশ করতে দেখবে

(৩)فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَاسۡتَغۡفِرۡہُ اِنَّہٗ کَانَ تَوَّابًاফাছাব্বিহবিহামদি রাব্বিকা ওয়াছতাগফিরহু ইন্নাহূকা-না তাওওয়া-বা-।তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।

শিক্ষা ও নির্দেশনা১. এ সুরায় রাসুলের (সা.) মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়েছিলো। এ সুরা অবতীর্ণ হওয়ার কিছুদিনের মধ্যে সত্যিই রাসুলের (সা.) ওফাত হয় এবং কোরআনের ভবিষ্যদ্বাণী সত্য হয়। এটা কুরআন আল্লাহর বাণী হওয়ার পক্ষে একটি দলিল।

Advertisement

২. মানুষের জীবনে যখন সফলতা আসে, তখন বেশি বেশি আল্লাহর শোকর ও কৃতজ্ঞতা আদায় করা আবশ্যক। ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা আবশ্যক।

৩. এ সুরায় আল্লাহর তিনটি নির্দেশ অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা, প্রশংসা ও আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা এভাবে করা যায়,

سبحانك اللهم وبحمدك اللهم اغفر ليসুবাহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা-গফিরলীহে আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা করছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন!

৪. আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। মানুষ তওবা করলে তিনি তওবা গ্রহণ করেন, ক্ষমা করে দেন। তাই কোনো অপরাধ করে ফেললে সাথে সাথে তওবা করা উচিত।

ওএফএফ/এএসএম