বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ছয় প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Advertisement
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
অপূর্ব অধিকারী জানান, ভোক্তা আইন অমান্য করে মেয়াদোত্তীর্ণ পণ্য, পন্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে মায়ের দোয়া ভান্ডারকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ ভান্ডারকে ৩ হাজার টাকা, বরকত ভান্ডারকে ২ হাজার টাকা, মন্ডল মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ১০ হাজার টাকা ও গ্রামীণ প্যাথলজিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শাওন খান/এসজে/এমএস
Advertisement